হোম পিছনে ফিরে যান

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা বুধবার! ১০ জনের জায়গা পাকা! তিন ক্রিকেটারের 'লড়াই'

news18.com 2024/5/15

Team India 15 members squad for T20 world cup 2024: হার্দিক পান্ডিয়া ১৫ জনের স্কোয়াডে থাকলে রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে একজন বাদ পড়তে পারেন বলে জানা যাচ্ছে। তবে পান্ডিয়ার টেনশন বাড়বে। কারণ জানা যাচ্ছে, রোহিত ও আগরকার আলোচনায় বসে পান্ডিয়ার অফ ফর্ম নিয়ে কথা বলবেন।

News18 Bengali

01 06

১ জুন থেকে টি২০ বিশ্বকাপ। মনে করা হচ্ছে ১লা মে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে। ১৫ জনের স্কোয়াড ঘোষণা বুধবার করতে পারে বিসিসিআই।

News18 Bengali

02 06

জানা গিয়েছে, রোহিত শর্মার সঙ্গে আলোচনার জন্য দিল্লি গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। ১৫ জনের স্কোয়াড প্রায় পাকা করে ফেলেছেন ক্যাপ্টেন, কোচ ও প্রধান নির্বাচক।

News18 Bengali

03 06

হার্দিক পান্ডিয়া ১৫ জনের স্কোয়াডে থাকলে রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে একজন বাদ পড়তে পারেন বলে জানা যাচ্ছে। তবে পান্ডিয়ার টেনশন বাড়বে। কারণ জানা যাচ্ছে, রোহিত ও আগরকার আলোচনায় বসে পান্ডিয়ার অফ ফর্ম নিয়ে কথা বলবেন।

News18 Bengali

04 06

উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের জায়গা পাকা। দ্বিতীয় কিপার হিসেবে লড়াই হবে লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের মধ্যে।

News18 Bengali

05 06

ফর্মে থাকা তিলক বর্মাকে নিয়েও আলোচনা হবে। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে একজনকে বাছা হতে পারে। যুজবেন্দ্র চাহালের সুযোগের সম্ভাবনা প্রায় নেই।

News18 Bengali

06 06

চাহালের ব্যাটিং হাত ভাল নয়। তাই কোচ দ্রাবিড় তাঁর বদলে অন্য কাউকে চাইছেন যিনি নিচের দিকে নামলেও প্রয়োজনীয় রান করতে পারবেন।

  • First Published : April 28, 2024, 5:42 pm IST
  • 01 06

    ১ জুন থেকে টি২০ বিশ্বকাপ। মনে করা হচ্ছে ১লা মে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে। ১৫ জনের স্কোয়াড ঘোষণা বুধবার করতে পারে বিসিসিআই।

  • 02 06

    জানা গিয়েছে, রোহিত শর্মার সঙ্গে আলোচনার জন্য দিল্লি গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। ১৫ জনের স্কোয়াড প্রায় পাকা করে ফেলেছেন ক্যাপ্টেন, কোচ ও প্রধান নির্বাচক।

  • 03 06

    হার্দিক পান্ডিয়া ১৫ জনের স্কোয়াডে থাকলে রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে একজন বাদ পড়তে পারেন বলে জানা যাচ্ছে। তবে পান্ডিয়ার টেনশন বাড়বে। কারণ জানা যাচ্ছে, রোহিত ও আগরকার আলোচনায় বসে পান্ডিয়ার অফ ফর্ম নিয়ে কথা বলবেন।

  • 04 06

    উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের জায়গা পাকা। দ্বিতীয় কিপার হিসেবে লড়াই হবে লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের মধ্যে।

  • 05 06

    ফর্মে থাকা তিলক বর্মাকে নিয়েও আলোচনা হবে। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে একজনকে বাছা হতে পারে। যুজবেন্দ্র চাহালের সুযোগের সম্ভাবনা প্রায় নেই।

  • 06 06

    চাহালের ব্যাটিং হাত ভাল নয়। তাই কোচ দ্রাবিড় তাঁর বদলে অন্য কাউকে চাইছেন যিনি নিচের দিকে নামলেও প্রয়োজনীয় রান করতে পারবেন।

People are also reading