হোম পিছনে ফিরে যান

পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান

banglatribune.com 2024/6/26
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ছবি: এপি, ফাইল

পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে গ্রুপ অব সেভেনের (জি-৭) এর বিবৃতিকে তিরস্কার করেছে ইরান। রবিবার (১৬ জুন) জোটটিকে অতীতের ধ্বংসাত্মক নীতিথেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইরানের সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচির বৃদ্ধির নিন্দা করে জি-৭ এর দেওয়া বিবৃতি উল্লেখ করে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির অগ্রগতির বিরুদ্ধে সতর্ক করেছে জি-৭। একইসঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, দেশটি যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে নতুন ব্যবস্থা প্রয়োগ করতে প্রস্তুত হবে তারা।

কানানি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা শুধুই একটি পক্ষপাতমূলক রাজনৈতিক লক্ষ্য।’

এসময় তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরানের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে মিথ্যা দাবির আশ্রয় নিচ্ছে।’

গত সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরস একটি প্রস্তাব পাস করেছে। ওই প্রস্তাবে ইরানকে সংস্থাটির নজরদারিতে সহযোগিতা বাড়ানোর ও পরিদর্শকদের ওপর থেকে সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) রিপোর্ট অনুযায়ী, এর জবাবে ইরান দ্রুত তার ফোরডো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম-সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্যগুলোও স্থাপন করা শুরু করেছে।

সংস্থাটির এই রেজোল্যুশনকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ হিসেবে অভিহিত করে কানানি বলেছেন, আইএইএ এর সঙ্গে ‘গঠনমূলক মিথস্ক্রিয়া ও প্রযুক্তিগত সহযোগিতা’ অব্যাহত রাখবে তেহরান।

ইরান এখন ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সেগুলোর মান অস্ত্র তৈরির ৯০ শতাংশ গ্রেডের কাছাকাছি। আইএইএ এর মাপকাঠি অনুসারে, দেশটি যদি এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে তবে তিনটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত উপাদান থাকবে ইরানের।

People are also reading