হোম পিছনে ফিরে যান

রাজ্য হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

khaboronline.com 4 দিন আগে

রাজ্যে আচমকা পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর সামনে এসেছে। রবিবার রাতে সূত্রে জানা গেছে, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রলের দাম লিটার প্রতি ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা।

তবে দেশের বেশির ভাগ জায়গায় পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই পরিস্থিতিতে, ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, “রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণেই তেলের দাম বেড়েছে।”

কেন বাড়ল জ্বালানির দাম?

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে দাম কমাতে রাজ্য তেল বিক্রির উপর যে ভ্যাট নিত, তাতে ছাড় দিয়েছিল। ফলে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা কমে যায়। লিটার প্রতি এক টাকার ছাড়ের সুবিধা রবিবার শেষ হয়েছে। সে কারণেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে যদি রাজ্য সরকার এই সুবিধার মেয়াদ বাড়ায়, তাহলে দাম আবার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নবান্ন সূত্র জানাচ্ছে, রবিবার রাত পর্যন্ত পরিষ্কার নয় যে, ওই ছাড় আবার কার্যকর হবে কি না। তবে সূত্রের মতে, আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে, সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশা, রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং পেট্রল ও ডিজেলের দাম কমানোর জন্য ছাড়ের সিদ্ধান্ত বহাল রাখবে।

People are also reading