হোম পিছনে ফিরে যান

গাছ ক্রেনে তোলার সময় চালক-হেলপার নিহত

jaijaidinbd.com 2024/10/6
ছবি : যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কের পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেনের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা (মনকসাই) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাপ্পী-(২৫) ও পারভেজ-(২৪)। নিহত পারভেজ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার জাহানাবাদের আবদুস সালামের ছেলে ও বাপ্পী একই উপজেলার কুমিরা জুবান্তর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তারা দু’জন ক্রেনের চালক ও হেলপার ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, উপজেলার খাড়েরা (মনকসাই) এলাকায় রাস্তার পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় ক্রেনের চালক ও হেলপার অসর্তকবশত রাস্তার পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পর্শ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

People are also reading