হোম পিছনে ফিরে যান

৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

boishakhionline.com 4 দিন আগে

প্রকাশিত: ০৪-০৭-২০২৪ ১০:৪৮

আপডেট: ০৪-০৭-২০২৪ ১০:৪৮

অনলাইন ডেস্ক : দেশের তিন বিভাগে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রাজধানী ঢাকাসহ বাকি পাঁচ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যা চলমান থাকতে পারে। তবে বাকি বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়াও দেশের ৮ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সকাল থেকেই  থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কাজের প্রয়োজনে বের হওয়া নগরবাসী পড়েন ভোগান্তিতে। 

People are also reading