হোম পিছনে ফিরে যান

সাইফউদ্দিনকে বিশ্বকাপ দলে না নেওয়ার কারণ জানালেন হাথুরু

bangladesherkhela.com 2024/6/1

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। তবে ঘোষিত দলে জায়গা হয়নি অলরাউন্ডার সাইফউদ্দিনের।

এ নিয়ে হোম অব ক্রিকেট ক্ষেত মিরপুর শেরে বাংলায় বিশ্বকাপের অফিসিয়াল আনুষ্ঠানিক ফটোসেশন শেষে মুখ খুলেন টাইগার হেড মাস্টার হাথুরুসিংহে। একই সঙ্গে কথা বলেন বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে।

হাথুরুসিংহে বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। চট্টগ্রামে আমরা প্রস্তুতি ক্যাম্প করেছি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি। কিছু জায়গায় হয়তো আরও ভালো করার সুযোগ ছিল। টি-টোয়েন্টিতে প্রতিটি ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে সবমিলিয়ে প্রস্তুতিতে আমি বেশ সন্তুষ্ট।’

সংবাদ সম্মলনে সাইফউদ্দিনকে না নেওয়ার প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসলে আমরা সাকিব-সাইফউদ্দিন দুজনকেই সুযোগ দিয়েছি। তবে সাইফউদ্দিনের তুলনায় কিন্তু সাকিব জোরো বল করতে পারে, যেটি কাজে লাগবে আমাদের। চাপের মুহুর্তে সাকিব যেভাবে বোলিং করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। সে অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে। সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে ক্রিকেট মহলে। একই সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটারদের স্টাইকরেট নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে টাইগার হেড মাস্টার বলেন, ‘কিছু ম্যাচে আমরা ভালো শুরু পেয়েছি। আবার কিছু ম্যাচে ভালো শুরু পাইনি। টি-টোয়েন্টি পুরো ভিন্ন খেলা।’

‘যেকোনো কিছুই ঘটতে পারে। আর ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব, আশাকরি সেই ম্যাচগুলোতে এই দুর্বলতা কাটিয়ে উঠবেন ওপেনাররা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

People are also reading