হোম পিছনে ফিরে যান

যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা

banglatribune.com 2024/5/19
মীর জায়েসী আশরাফী জেমসের সঙ্গে কে এম ফরিদ হাসান
© 2024 Bangla Tribune Online Media

নির্বাচনের মাত্র ১৫ ঘণ্টা আগে যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান। মঙ্গলবার (৭ মে) বিকাল ৫টায় তিনি এই ঘোষণা দেন।

কে এম ফরিদ হাসান রাত ৮টায় জানান, কচুয়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসকে সমর্থন করেছেন বলে জানান। ফরিদ আনারস প্রতীক নিয়ে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আর যাকে সমর্থন দিয়ে দাঁড়ালেন তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সেই হিসেবে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে তিন, ভাইস চেয়ারম্যান পদে দুই ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ৮৯ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭৬৪ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৭ জন।

কচুয়া উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩০টি ও ভোট কক্ষ ২২৭ টি। প্রিসাইডিং অফিসার ৩০, সরকারি প্রিসাইডিং অফিসার ২২৭ ও পোলিং অফিসার মোট ৪৫৪ জন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। বিকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক টহল লক্ষ্য করা গেছে।

People are also reading