হোম পিছনে ফিরে যান

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

bhorer-dak.com 5 দিন আগে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার অভ্যান্তরীণ ফুলজোড়, করতোয়া, ইছামতি, হুড়াসাগর ও চলনবিলসহ নদ-নদীর পানি বেড়েই চলছে। ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে ১৪ দশমিক ১০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৪০ সেন্টিমিটার।একই সময়ে যমুনা নদীর পানি সিরাগঞ্জের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে  বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে ১২ দশমিক ৪৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে । গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে  ৪২ সেন্টিমিটার।

 সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আরও কয়েক দিন যমুনা নদীর পানি বাড়বে। এতে বিপৎসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। 

People are also reading