হোম পিছনে ফিরে যান

ব্রেকিং নিউজ

alokitobangladesh.com 2024/7/6

বিশ্বের বাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় আরও তলানিতে রাজধানী ঢাকা। গত বছর এই তালিকায় ১৬৬তম স্থানে থাকলেও চলতি বছর দুই ধাপ পিছিয়ে ১৬৮তম অবস্থানে রয়েছে ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর।

বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ থেকে এ তথ্য জানা গেছে।

গত বছর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এই সূচকে ১৬৬তম অবস্থানে ছিল ঢাকা। গত বছরের তুলনায় এ বছর ঢাকায় মানুষের জীবন-যাপনের মানের কোনও উন্নতি ঘটেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এ বছর ১৭৩টি শহরের মধ্যে ১৬৮তম স্থানে আছে।

এদিকে, গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ এর প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। এরপর রয়েছে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যাংকুভার, জাপানের ওসাকা এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

প্রত্যেক বছর বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো— এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করা হয়।

মোট ১০০ পয়েন্টের মধ্যে যে শহর যত বেশি পায়, তালিকায় সেটির অবস্থান থাকে তত ওপরে। চলতি বছর ১৭৩টি শহরের সূচক নির্ধারণ করা হয়েছে। ইআইইউয়ের দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪ এ দেখা গেছে গত বছরের তুলনায় দুই ধাপ পিছিয়ে গেছে ঢাকা। অর্থাৎ বাসযোগ্যতার দিক থেকে খারাপ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ষষ্ঠ স্থানে আছে।

People are also reading