হোম পিছনে ফিরে যান

আইসিএসবি ও সিআইইউ’র মধ্যে সমঝোতা স্মারক সই

corporatesangbad.com 2 দিন আগে

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সেই সাথে “চার্টার্ড সেক্রেটারি: এন ইমারজিং এন্ড রিওয়ার্ডিং প্রফেশন” শীর্ষক একটি ক্যারিয়ার সেশনেরও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত হয়।

এম নুরুল আলম এফসিএস, আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর কাদের, ডিন, সিআইইউ বিজনেস স্কুল, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা এর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকটি একাডেমিক এবং পেশাগত অর্জন বর্ধিতকরন, জ্ঞান এবং হালনাগাদ তথ্য শেয়ার করার ক্ষেত্রে, গবেষণা কার্যক্রম পরিচালনায়, পাঠ্যক্রমের উন্নতিতে, ইভেন্ট ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে সহায়তা করবে।

সিআইইউ-এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর মীর মোহাম্মদ নুরুল আবসার ক্যারিয়ার সেশন প্রোগ্রামে প্রধান অতিথি এবং আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিএসবি-এর ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস এবং সিআইইউ-এর ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে পারস্পরিক সম্পর্কের একটি নতুন স্তর অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস। তিনি সংক্ষিপ্তভাবে তার উপস্থাপনায় সিএস পেশার সম্ভাবনা এবং কোর্সের উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুল এর ডিন অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এফসিএস। উক্ত অনুষ্ঠানে আইসিএসবি-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোঃ শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), কাজী আন্দালীব আমীন, পরিচালক (শিক্ষা)।

ক্যারিয়ার সেশনে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন। আইসিএসবি-এর প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ দেখানোর জন্য ধন্যবাদ জানান। পরিশেষে আইসিএসবি প্রতিনিধিগণ সিআইইউ-এর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

People are also reading