হোম পিছনে ফিরে যান

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮০

boishakhionline.com 5 দিন আগে

প্রকাশিত: ২৭-০৬-২০২৪ ১৫:৩২

আপডেট: ২৭-০৬-২০২৪ ১৫:৩২

আন্তর্জাতিক  ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় যুদ্ধ বিমান থেকে গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৮০ ফিলিস্তিনি। ইউনিসেফ বলছে, গত আটমাসে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে হাজারো শিশু। এদিকে, গাজায় হামলার জেরে উত্তেজনা বাড়ছে ইসরাইল লেবানন সীমান্তে।

গত আট মাস ধরে ফিলিস্তিনের গাজায় বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরাইল। অতিসম্প্রতি উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের যুদ্ধ বিমান থেকে গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের দক্ষিণাঞ্চলের আবাসিক ভবনগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করছে ইসরাইল বাহিনী। 

ইসরাইলের এ বর্বর হামলা আর অবরোধে উপত্যকাজুড়ে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেয়া এক ব্রিফিং এ ইউনিসেফ প্রধান বলেছেন, হাজার হাজার নিখোঁজ শিশুর মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। হাসপাতালগুলোর পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সুপেয় পানির অভাবে দূষিত পানিই চড়া মূল্যে কিনে পান করছে গাজাবাসী। 

ইসরাইলি র্ববরতা থেকে রেহাই পাচ্ছে না অধিকৃত অঞ্চলগুলোও। এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে গত তিনদিনে অন্তত ১১৩টি সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। আটক করেছে অন্তত ৮০ ফিলিস্তিনিকে।  

এদিকে, গাজায় হামলার জেরে উত্তপ্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইল বাহিনীর সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে লেবাননে নতুন করে যুদ্ধ বাধানোর ইসরাইলি পরিকল্পনাকে পশ্চিমা শক্তিধর দেশগুলো সমর্থন করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধান চায় তেল আবিব।

People are also reading