হোম পিছনে ফিরে যান

নিজের নামে প্রকল্পের নামকরণে ‘না’ করলেন প্রধানমন্ত্রী

alokitobangladesh.com 2024/5/21
নিজের নামে প্রকল্পের নামকরণে ‘না’ করলেন প্রধানমন্ত্রী

ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ সময় খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয় একনেক। সভাশেষে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, অনুমোদিত ১০ প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫ হাজার ৫৬৪ কোটি টাকা।

সত্যজিত কর্মকার বলেন, ‘মাননীয় মন্ত্রীরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি বাদ দেয়া হলে আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাস হয়ে গেছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উস্মাও প্রকাশ করেছেন, ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে। এবং বলেছেন, ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারের আর উনি অনুমতি দেবেন না।’

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল না করে ওই টাকা অন্য কোনো স্থানে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আগামীতে যে কোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় প্রকল্পে প্রধানমন্ত্রী নিজের মুর‍্যাল না রাখারও তাগিদ দিয়েছেন।

People are also reading