হোম পিছনে ফিরে যান

লাক্সের শতবছর পূর্তি অনুষ্ঠানে বিদ্যা সিন্হা মিম

dailyjanakantha.com 2024/5/14

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

লাক্সের শতবছর পূর্তি অনুষ্ঠানে বিদ্যা  সিন্হা মিম
.

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিন্হা মিম। ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবে খেতাব জয় করেই তিনি হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমাতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন। এরপর বহু নাটকেও তিনি অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছেন এই নন্দিত তারকা। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য মিম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। ২০২২ সালে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি একজন জাত অভিনেত্রী হিসেবে দর্শকের কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত হন। এই সিনেমাতে মিমের দুর্দান্ত অভিনয় দর্শককে হলমুখী করে তোলে। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লাক্সের একশত বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সোমবার। এই আয়োজনে অংশগ্রহণ করবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি। লাক্স সুপারস্টার হবার পর লাক্সের বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মিম। এদিকে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এতে মিমের অভিনয় নিয়ে ভীষণ সন্তুষ্ট শহীদুল্লাহ কায়সার-পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী, রাজনীতিবিদ শমী কায়সার। বিদ্যা সিন্হা মিম বলেন, লাক্স আসলে আমার জীবন জড়িয়ে আছে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবেই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা। আজ লাক্সের শতবছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি-এটাও এক অন্য রকম ভালো লাগা। আর অভিনয় আমার পেশা। সিনেমাতে কিংবা ওয়েবসিরিজে যখন অভিনয় করি পূর্ণ মনোযোগ দিয়েই করি। কোনটা আসলে পুরস্কার আনবে, কোনটা আনবে না-তা নিয়ে ভাবি না কখনো। তবে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

People are also reading