হোম পিছনে ফিরে যান

ফরিদপুরে চাঁদাবাজি মামলায় কারাগারে ইউপি মেম্বার

risingbd.com 2024/5/19

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৯ এপ্রিল ২০২৪  

ফরিদপুরে চাঁদাবাজি মামলায় কারাগারে ইউপি মেম্বার
ইউপি মেম্বার মো. লতিফ মোল্যা।

ফরিদপুরের সালথায় একটি চাঁদাবাজি মামলায় মো. লতিফ মোল্যা (৫৫) নামে এক ইউপি মেম্বারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতের বিচারক রাইসা সরকার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লতিফ মোল্যা সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম ওই ইউপি মেম্বারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফরিদপুরের কোর্টে দায়েরকৃত একটি মামলা সিআইডিকে তদন্তের আদেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত ওই মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

People are also reading