হোম পিছনে ফিরে যান

সংযোগ সড়ক নেই, কাজে আসছে না ৯ কোটির সেতু

jagonews24.com 2 দিন আগে
সংযোগ সড়ক নেই, কাজে আসছে না ৯ কোটির সেতু
সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না

ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ওপর প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি সেতু। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না। ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সংযোগ স্থাপন করেছে সেতুটি। তবে যাতায়াতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন সেতু সংলগ্ন এলাকার বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২০২০ সালের ১২ অক্টোবর ৮ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে কালিদাস পাহালিয়া নদীর ওপর সেতুর নির্মাণকাজ শুরু করে হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের ৬ জুন সেতুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরে এসে শেষ হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি অযথা পড়ে আছে।

আবুল হোসেন নামের একজন কৃষক বলেন, ‘সেতুটির সংযোগ সড়ক হলে আমাদের ইউনিয়নসহ ১০-১৫ গ্রামের লোকজন সুবিধা পাবেন। আমরা সহজেই কৃষিপণ্য আনা-নেওয়া করতে পারবো। সংশ্লিষ্টদের কাছে আবেদন, জরুরি ভিত্তিতে যেন সংযোগ সড়ক করা হয়।’

শিক্ষক জয়নাল আবেদিন বলেন, জনগণের ব্যবহার উপযোগী সেতু নির্মাণ না করায় সরকারের বিপুল পরিমাণ অর্থ গচ্চা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি ব্যবহার উপযোগী করার দাবি জানান তিনি।

স্থানীয় আবদুল গণি বলেন, ‘সেতুর পূর্ব অংশ থেকে সংযোগ সড়কটি ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদ নগর গ্রামের কাশেম ড্রাইভার বাড়ি সংলগ্ন পর্যন্ত পাকা রাস্তার সঙ্গে উপযোগী করে নির্মাণ করা জরুরি। তা নাহলে সেতুটি জনসাধারণের তেমন একটা কাজে আসবে না।’

জানতে চাইলে ফেনী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক বলেন, সেতুটিকে যতদ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

People are also reading