হোম পিছনে ফিরে যান

কত শব্দ লিখলেন জানবেন যেভাবে

jagonews24.com 2024/6/26
কত শব্দ লিখলেন জানবেন যেভাবে

আজাহারুল ইসলাম

তরুণ প্রজন্মের অধিকাংশই এখন স্মার্ট ফোনে লেখালেখি করেন। ফোনের মাধ্যমেই লেখা পাঠান। এমনকি অনেকে কাব্যগ্রন্থ, উপন্যাসসহ নানা বই ফোনেই লিখে ফেলেন। হাতের মুঠোয় থাকায় যখন-তখন যে কোনো অবস্থায় লেখা যায়। অনেকে আবার হাঁটতে হাঁটতে, বাসে বা ট্রেনে ভ্রমণ করতে করতে লিখতে পছন্দ করেন। এসব পরিস্থিতিতে ফোনই যেন অতি আপন।

লেখার পদ্ধতি নিয়ে বিপত্তি না থাকলেও বিপত্তি বাঁধে লেখা কত শব্দের হলো তা নিয়ে। কিছু পত্রিকা শব্দসীমা নির্দিষ্ট করে দেয়। ছোট লেখা হাতে গুনে শেষ করা গেলেও দীর্ঘ বা বড় লেখার ক্ষেত্রে হাতে গোনা কষ্টসাধ্য। কম্পিউটার বা ল্যাপটপে লেখার সময় কত শব্দ লিখলেন, তা দেখা গেলেও মোবাইলে সাধারণত দেখা যায় না।

প্রযুক্তির কল্যাণে এখন সব কিছুই সহজ। লেখা শেষে কয়েক সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারবেন আপনার লেখা কত শব্দের হয়েছে। চলুন শব্দ গোনার তিনটি সহজ পদ্ধতি জেনে নিই-

মাইক্রোসফট ওয়ার্ড
অনেকেই ফোনে ডকুমেন্ট হিসেবে কোনো লেখা সংরক্ষণ করতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। চাইলে সেখানেও শব্দসংখ্যা দেখতে পাবেন। সেখানে শব্দসংখ্যা দেখার জন্য প্রথমে আপনাকে রিভিউ অপশনে যেতে হবে। সেখানে গেলেই ‘ওয়ার্ড কাউন্ট’ একটি অপশন আসবে। যেখান থেকে শব্দসংখ্যা দেখতে পারবেন। এ ক্ষেত্রে সমস্যা হলো যাদের ফোনে র্যাম কম, অ্যাপটি ব্যবহার করতে গেলে ফোন ভারী হয়ে যায়। কারণ অ্যাপটি অনেকখানি জায়গা দখল করে রাখে।

আরও পড়ুন

ওয়েবসাইটের মাধ্যমে
আরেকটি সহজ পদ্ধতি হলো অনলাইনে শব্দসংখ্যা দেখা। চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও শব্দসংখ্যা দেখতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইলে আলাদা স্পেস প্রয়োজন হয় না। ফলে র্যাম ও ফোনের স্পেসের ওপর আলাদাভাবে চাপ পড়ে না। ওয়েবসাইটের মাধ্যমে শব্দসংখ্যা দেখতে হলে মোবাইল ফোনের নোটে লেখাটি আপনাকে প্রথমে কপি করতে হবে। এরপর কোনো একটি ব্রাউজার ব্যবহার করে wordcounter.net ওয়েবসাইট থেকে শব্দসংখ্যা দেখতে পারেন। তবে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক। গুগলে সার্চ করলেও একাধিক ওয়েবসাইটের লিংক পাবেন। সেখান থেকে পছন্দমতো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

মোবাইল অ্যাপ
ওয়েবসাইটে শব্দসংখ্যা দেখার প্রথম শর্ত হলো ইন্টারনেট সংযোগ। সব সময় ফোনে ইন্টারনেট সংযোগ থাকে না। তাই ওপরের পদ্ধতিটির তুলনায় মোবাইল অ্যাপ ব্যবহার করা সহজ। যদিও এ ক্ষেত্রে আলাদা স্পেস প্রয়োজন। কম মেগাবাইটের অ্যাপ ডাউনলোড করলে ফোনে অতিরিক্ত চাপ পড়বে না। এ পদ্ধতিতে সুবিধা হলো কোনো ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না। যখন তখন যে কোনো অবস্থায় ব্যবহার করা যায়। গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে শব্দসংখ্যা দেখার জন্য অনেক অ্যাপ পাওয়া যায়। সেখানে রিভিউ দেখে ভালো একটা অ্যাপ নামিয়ে নিতে পারেন।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

এসইউ/এএসএম

People are also reading