হোম পিছনে ফিরে যান

ICC T20 World Cup 2024: ঘোষণা না হলেও বিরাটের দলে থাকা পাকা, কিন্তু এখনও সিনিয়রদের মন পাচ্ছেন না কিং কোহলি

news18.com 2024/5/17
বিরাট কোহলিকে নিয়ে নাখুশ প্রাক্তন তারকা Photo Courtesy- BCCI

বেঙ্গালুরু: ২০২৪ আইপিএলে দ্বিতীয় জয়। ২৫ মার্চ ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর একটানা পরাজয়। অবশেষে বৃহস্পতিবার প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে কোনওমতে টিকে থাকল আরসিবি। অর্ধশতরান করেছেন কোহলিও। বেঙ্গালুরু ফ্যানরা খুশি। কিন্তু এর মধ্যেও কাঁটার মতো খচখচ করছে বিরাটের স্ট্রাইক রেট।

এই মরশুমে এটা বিরাটের তৃতীয় হাফ সেঞ্চুরি। সানরাইজার্সের বিরুদ্ধে রজত পাতিদারকে নিয়ে জুটিতে ৬৫ রান তুললেন। রজতও অর্ধশতরান করেছেন। ২০ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু কোহলির স্ট্রাইক রেট ১১৮.৬০। আরসিবি-র জয় ছাপিয়ে এটাই এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। পাওয়ার প্লে-তে কেন বিরাট খেলার গতি কমিয়ে দিলেন, সেই নিয়েও চলছে জোর চর্চা।

বিরাট কোহলি প্রথম ৩২ রান করেন মাত্র ১৮ বলে। ধামাকাদার, বোঝাই যাচ্ছে। কিন্তু তারপরের ১৯ রান করতে ২৫ বল নেন। স্ট্রাইকরেট একধাক্কায় নিচে। কেন ১৯ রান করতে এতগুলো বল লাগল? ব্যাপক ক্ষুব্ধ সুনীল গাভাসকর। টি২০-তে কোহলির ব্যাটিং স্টাইলের তীব্র সমালোচনা করলেন তিনি।

আলিভ ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ক্ষোভ উগড়ে দেন সুনীল গাভাসকর। অন এয়ার তিনি বলেন, “কোহলি শুধু সিঙ্গল, সিঙ্গল আর সিঙ্গল নিয়ে যাচ্ছে। দীনেশ কার্তিক আছে, মহীপাল লোমর আছে। এখন তো কিছুটা ঝুঁকি নিতেই হবে। পাতিদারকে দেখুন। এই ওভারে ইতিমধ্যে ৩টে ছয় মেরে দিয়েছেন। চাইলে সিঙ্গল নিতে পারতেন। ওয়াইডের জন্য বল ছেড়ে দিতে পারতেন। কিন্তু পাতিদার করেননি। বড় রানের জন্য ঝাঁপিয়েছেন”।

এরপর রীতিমতো কোহলির ক্লাস নেন গাভাসকর। বলে দেন, “আরসিবি-র এখন এটাই দরকার। হ্যাঁ, কোহলি চেষ্টা করছেন। মিস করছেন। এটা সহজ নয়। কারণ হঠাৎ বড় হিট লাগানো যায় না। কিন্তু কোহলিকে সেটাই করতে হবে। অন্তত চেষ্টাটা তো করতেই হবে। বড় শট খেলতেই হবে”।

সানরাইজার্সের বিরুদ্ধে কোহলি ৩৭ বলে অর্ধশতরান করেন। টানা ৯ ওভার তাঁর ব্যাট থেকে কোনও বাউন্ডারি আসেনি। ওভার বাউন্ডারি তো দূর অস্ত। শেষ পর্যন্ত জয়দেব উনাদকাটের বলে আউট হন বিরাট।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Tags:

ICC T20 World Cup 2024 IPL 2024
  • First Published : April 29, 2024, 4:34 pm IST
People are also reading