হোম পিছনে ফিরে যান

মাগুরায় দুর্বৃত্তদের হাতে এইচএসসি পরীক্ষার্থী খুন

gramerkagoj.com 2 দিন আগে

প্রকাশ : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ১০:২৩:০০ পিএম

মাগুরায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছে তীর্থ রুদ্র (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। সে মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রের ছেলে। মাগুরার আর্দশ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল সে।
মঙ্গলবার সকালে শহরের দরিমাগুরা এলাকার একটি পুকুর পাড় থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তীর্থ রুদ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটাসহ মুখে একাধিক স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তীর্থ রুদ্রের বাবা নিমাই রুদ্র জানান, গত রাত ৮টার দিকে সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি মাগুরা সদর থানায় বিষয়টি জানালে তারা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা করে। কিন্তু সে সময় তার খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে ঘটনাস্থলে লাশ উদ্ধার হওয়ার পর তারা তীর্থের মরদেহ সনাক্ত করেন।
নিমাই রুদ্র জানান, রাত সাড়ে ১০ টা থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। আমান নামে তীর্থের এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন রাত ৮টার পরপরই ৩ জন যুবক শহরের জমজম মার্কেট এলাকা থেকে তীর্থকে নিয়ে যায়। ৩ জনের মধ্যে তীর্থের মোটরসাইকেলে অপর দুইজন অপর একটি মোটরসাইকেলে ছিল।
অতিতে দুই একজনের সাথে তীর্থের বিরোধ হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে সেটি মিমাংসা করা হয়েছে। এ কারণে কোন বিরোধ সূত্রে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হল সেটি বুঝতে পারছেন না পরিবার।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, হত্যাকান্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশ দোষিদের সনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে। হত্যাকান্ডের কারণ সর্ম্পকে এখনো কিছু জানা যায়নি।

People are also reading