হোম পিছনে ফিরে যান

চুরির অভিযোগে ঢাকাই অভিনেত্রী ববির বিরুদ্ধে মামলা: হত্যাচেষ্টার অভিযোগও অন্তর্ভুক্ত

ananda-alo.com 4 দিন আগে

ঢাকার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। গত শনিবার দুপুরে গুলশান থানায় এই মামলা করা হয়, যার মামলা নম্বর ১৩/১৬৪। মামলায় ববি ছাড়াও মির্জা আবুল বাসার নামে একজনকেও আসামি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলায় ববি দ্বিতীয় আসামি এবং মির্জা আবুল বাসার প্রথম আসামি। মামলার তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। মামলাটি ২৩ জুন দায়ের করা হয়েছিল এবং পরবর্তীতে আসামিরাও পাল্টা মামলা দায়ের করেছেন। বর্তমানে দুটি মামলাই তদন্তাধীন রয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্তোরাঁ ক্রয় করেন এবং সেটির নামকরণ করেন ‘ববস্টার’। রেস্তোরাঁটির আগের মালিকের সাথে তাদের ৫৫ লাখ টাকার লেনদেন ছিল, যার মধ্যে প্রথমে ১৫ লাখ এবং পরে ১০ লাখ টাকার চেক প্রদান করা হলেও চেক দুটি বাউন্স করে। এই নিয়ে প্রথম পক্ষের মালিক আমান উল্লাহ আমান বারবার টাকা চাইলে ববি ও বাসার তাদের হুমকি দেন।

প্রথম পক্ষের মালিক আমান উল্লাহ আমান বলেন, “ববি ও বাসার টাকা পরিশোধ না করে জোর করে রেস্তোরাঁটি দখল নেওয়ার চেষ্টা করছেন। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।”

অন্যদিকে, মামলার বাদী মুহাম্মদ সাকিব উদ্দোজা ভবনটির মালিক। তিনি জানান, বকেয়া ভাড়া ও অনিয়মের অভিযোগে রেস্তোরাঁটি বন্ধের নির্দেশ দিলে মারামারির ঘটনা ঘটে।

এছাড়াও, ববির বন্ধু মির্জা আবুল বাসারের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে। তিনি বিটিএল গ্রুপ নামে একটি কোম্পানির মালিক এবং ববিকে নিয়ে ‘মাস্টার মাইন্ড’ নামে একটি সিনেমা তৈরির পরিকল্পনা ছিল তার।

মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে তদন্ত চলছে।” এ নিয়ে চিত্রনায়িকা ববির সাথে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায় নি।

People are also reading