হোম পিছনে ফিরে যান

কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে  | জাতীয়

bssnews.net 2024/6/2

কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে 

বান্দরবান, ১৮ মে ২০২৪, (বাসস) : কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম এবং গোষ্ঠীটির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং বমকে ওরফে আকিম বমকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। 
জেলার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় এদেরক গ্রেফতার করা হয়েছিলো। শনিবার দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে বান্দরবান সদর থানা থেকে প্রিজনভ্যানে করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. নুরুল হক। 
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থনার ৩নং মামলায় দুই আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গতকাল ভোরে র্যাহব-১৫ এর সদস্যরা বান্দরবান সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম ও সেবা লাল নুং বমকে গ্রেফতার করে এবং রাতে বান্দরবান সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

People are also reading