হোম পিছনে ফিরে যান

রাজবাড়ী জেলা ডিবির অভিযানে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

u71news 4 দিন আগে

রিয়াজুল করিম, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ও বালিয়াকান্দিতে পৃথক দু'টি অভিযান চালিয়ে ১২.৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

দৌলতদিয়া ঘাট হতে ৪.৫ গ্রাম হেরোইনসহ আটক বিথি বেগম (৪৪) রাজবাড়ীর দৌলতদিয়া পুরাভিটা এলাকার নুর নবী’র মেয়ে ও আব্বাস মোল্লার স্ত্রী। এবং বালিয়াকান্দি হতে ৮ গ্রাম হেরোইনসহ আটক মোঃ লুৎফর মন্ডল (৪০) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের এনতাজ মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ডিবি পুলিশের এসআই মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের (মাদকের আখড়া পোড়াভিটা) আরিফ কাজীর স্ত্রী রোজীর (৫০) বাড়ীর সামনে থেকে হেরোইন বিক্রয়কালে মাদক কারবারি বিথি বেগমকে ৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাসহ আটক করে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৪.৫ গ্রাম।

গ্রেফতার বিথি বেগমের বিরুদ্ধে পূর্বের আরো ২টি মামলা রয়েছে বলেও জানান ওসি। এ ঘটনায় বিথি বেগমের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরও জানান, এর আগে বুধবার (৩ জুলাই) রাত ১০.টার দিকে এসআই মোঃ মোতালেব হোসেনের নেতৃত্বে একটি টিম বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের আটককৃত লুৎফর মন্ডলের বসত বাড়ীতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি মোঃ লুৎফর মন্ডল(৪০) কে ৮০ পুরিয়া হেরোইনসহ আটক করে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৮ গ্রাম। এ ঘটনায় মোঃ লুৎফর মন্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

(আরকে/এসপি/জুলাই ০৪, ২০২৪)

People are also reading