হোম পিছনে ফিরে যান

ভারতকে নতুন প্রস্তাব পাকিস্তানের

gramerkagoj.com 2024/5/17

প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৭:০৯:০০ পিএম

GK_2024-05-02_663395336b634.jpg
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের ফেব্রুারির মাঝামাঝি সময়ে শুরু হবে মর্যাদার আসরটি। লাহোর ছাড়াও করাচি ও রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসাবে বেছে নিয়েছে আয়োজকরা। এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত। তবে পাকিস্তান নতুন প্রস্তাব দিয়েছে। তারা ভারতের সব ম্যাচ লাহোরের এক ভেন্যুতেই আয়োজন করতে ইচ্ছুক। লাহোর ভারতের সীমান্তবর্তী শহর হওয়ায় ভারতের সমর্থকরা সহজেই সেখানে যেয়ে খেলা দেখতে পারবে। তাছাড়া আয়োজকরা এটাও ভাবছে ভারতীয় দলকে খুব বেশি ভ্রমণ না করতে হয়। পিসিবি সম্প্রতি প্রকাশ করেছে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লু প্রিন্ট এবং ভেন্যুগুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ২০১৭ সালে প্রতিযোগিতার শেষ সংস্করণে ওভালে ফাইনালে ভারতকে পরাজিত করেছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। পাকিস্তান শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে সেটি হবে পাকিস্তানে আয়োজিত প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ২০০৮ সালে আয়োজনের সুযোগ পেলেও তা নিরাপত্তা ইস্যুতে চলে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। ২০০৮ সালের এশিয়া কাপের পর ভারত ক্রিকেট দল আর পাকিস্তানে খেলতে যায়নি।
People are also reading