হোম পিছনে ফিরে যান

Hearing Problem Solve Tips: কানে শুনতে সমস্যা? সবসময় হেডফোনের ব্যবহারে শ্রবণশক্তির বারোটা বাজছে না তো? ৫টি টিপসে শ্রবণ ক্ষমতা বাঁচান

news18.com 2024/9/29

বেশ কিছু স্মার্টফোনে এমন সব ফিচার রয়েছে, যা কানে কম শোনা ব্যক্তিদের কাছে আশীর্বাদের মতো। অ্যাপল ও গুগল বধির এবং শ্রবণশক্তিহীনদের সঙ্গে কথা বলে আইফোন এবং অ্যান্ড্রয়েডে এই সব ফিচার নিয়ে এসেছে।

News18 Bengali

01 08

বিরল স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছেন বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক৷ হারিয়েছেন শ্রবণশক্তি৷ এই রোগ দেখা দিলে এবং ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে না নিয়ে গেলে রোগী চিরতরে শ্রবণশক্তি হারিয়ে ফেলতে পারে। ফলে আপনিও সাবধান থাকুন৷

News18 Bengali

02 08

কানে কম শোনা বা শ্রবণশক্তি হ্রাস খুব সাধারণ ঘটনা। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ শতাংশ প্রাপ্তবয়স্কদের শুনতে অসুবিধা হয়। বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে এই সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে প্রতি চারজনে একজনের শ্রবণশক্তি হ্রাস পাবে।

News18 Bengali

03 08

এখন প্রত্যেকের পকেটেই স্মার্টফোন। এই ছোট্ট ডিভাইসটাই এক্ষেত্রে হাতিয়ার হয়ে উঠতে পারে। বেশ কিছু স্মার্টফোনে এমন সব ফিচার রয়েছে, যা কানে কম শোনা ব্যক্তিদের কাছে আশীর্বাদের মতো। অ্যাপল ও গুগল বধির এবং শ্রবণশক্তিহীনদের সঙ্গে কথা বলে আইফোন এবং অ্যান্ড্রয়েডে এই সব ফিচার নিয়ে এসেছে।

News18 Bengali

04 08

রিয়েল টাইম ক্যাপশন: গুগল ২০১৯ সালে লাইভ ক্যাপশন ফিচার চালু করে। ওয়াইফাই কানেকশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও এবং অডিওর ক্যাপশন লিখে দেয় এই ফিচার। Android 10 বা তার পরবর্তী ভার্সনের ডিভাইসে এই ফিচার ব্যবহারের জন্য সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > লাইভ ক্যাপশনে যেতে হবে।

News18 Bengali

05 08

লাইভ ট্রান্সক্রিপশন: অ্যান্ড্রয়েড ফোনে লাইভ ট্রান্সক্রাইব এবং নোটিফিকেশন অ্যাপ ফোনের স্ক্রিনে রিয়েল টাইমে স্পিচকে টেক্সটে রূপান্তর করে। ৮০টি ভাষা বুঝতে পারে এই ফিচার। Google এর পিক্সেল ফোনে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > লাইভ ট্রান্সক্রাইব অ্যাক্সেস করা যাবে।

News18 Bengali

06 08

ফোন হবে ইউজারের কান: ডোরবেল বা নক কানে যাচ্ছে না? স্মোক অ্যালার্ম শুনতে অসুবিধা হচ্ছে? এক্ষেত্রে ফোনই হয়ে অঠবে ইউজারের কান। Apple-এর সাউন্ড রিকগনিশন নামে একটি ফিচার রয়েছে। যা সেটিংস > অ্যাক্সেসিবিলিটিতে গেলে পাওয়া যাবে।

News18 Bengali

07 08

ফোনেই হিয়ারিং এইড: অ্যাপলের ফর আইফোন (MFi) হিয়ারিং এইড প্রোগ্রাম রয়েছে। ব্লুটুথের মাধ্যমে আইফোনের সঙ্গে যুক্ত করা যায় এমন হিয়ারিং এইডের মাধ্যমে উপরের বেশিরভাগ ফিচার অ্যাক্সেস করতে পারবেন ইউজার। এক্ষেত্রে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি এ যেতে হবে। তারপর শ্রবণ ডিভাইস বাছতে হবে। ব্যস। কাজ শুরু করবে হিয়ারিং এইড।

News18 Bengali

08 08

রিয়েল টাইম টেক্সট: রিয়েল টাইম টেক্সট ফিচার সব দেশে চালু নেই। তবে টেলিটাইপ রয়েছে। অ্যান্ড্রয়েডে ফোন অ্যাপ খুলে উপরের ডানদিকে মেনুর জন্য তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। এবার সেটিংস > অ্যাক্সেসিবিলিটি গেলেই চালু হয়ে যাবে RTT বা TTY।

  • First Published : June 24, 2024, 11:47 pm IST
  • 0108

    বিরল স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছেন বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক৷ হারিয়েছেন শ্রবণশক্তি৷ এই রোগ দেখা দিলে এবং ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে না নিয়ে গেলে রোগী চিরতরে শ্রবণশক্তি হারিয়ে ফেলতে পারে। ফলে আপনিও সাবধান থাকুন৷ 

  • 0208

    কানে কম শোনা বা শ্রবণশক্তি হ্রাস খুব সাধারণ ঘটনা। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ শতাংশ প্রাপ্তবয়স্কদের শুনতে অসুবিধা হয়। বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে এই সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে প্রতি চারজনে একজনের শ্রবণশক্তি হ্রাস পাবে।

  • 0308

    এখন প্রত্যেকের পকেটেই স্মার্টফোন। এই ছোট্ট ডিভাইসটাই এক্ষেত্রে হাতিয়ার হয়ে উঠতে পারে। বেশ কিছু স্মার্টফোনে এমন সব ফিচার রয়েছে, যা কানে কম শোনা ব্যক্তিদের কাছে আশীর্বাদের মতো। অ্যাপল ও গুগল বধির এবং শ্রবণশক্তিহীনদের সঙ্গে কথা বলে আইফোন এবং অ্যান্ড্রয়েডে এই সব ফিচার নিয়ে এসেছে।

  • 0408

    রিয়েল টাইম ক্যাপশন: গুগল ২০১৯ সালে লাইভ ক্যাপশন ফিচার চালু করে। ওয়াইফাই কানেকশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও এবং অডিওর ক্যাপশন লিখে দেয় এই ফিচার। Android 10 বা তার পরবর্তী ভার্সনের ডিভাইসে এই ফিচার ব্যবহারের জন্য সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > লাইভ ক্যাপশনে যেতে হবে।

  • 0508

    লাইভ ট্রান্সক্রিপশন: অ্যান্ড্রয়েড ফোনে লাইভ ট্রান্সক্রাইব এবং নোটিফিকেশন অ্যাপ ফোনের স্ক্রিনে রিয়েল টাইমে স্পিচকে টেক্সটে রূপান্তর করে। ৮০টি ভাষা বুঝতে পারে এই ফিচার। Google এর পিক্সেল ফোনে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > লাইভ ট্রান্সক্রাইব অ্যাক্সেস করা যাবে।

  • 0608

    ফোন হবে ইউজারের কান: ডোরবেল বা নক কানে যাচ্ছে না? স্মোক অ্যালার্ম শুনতে অসুবিধা হচ্ছে? এক্ষেত্রে ফোনই হয়ে অঠবে ইউজারের কান। Apple-এর সাউন্ড রিকগনিশন নামে একটি ফিচার রয়েছে। যা সেটিংস > অ্যাক্সেসিবিলিটিতে গেলে পাওয়া যাবে।

  • 0708

    ফোনেই হিয়ারিং এইড: অ্যাপলের ফর আইফোন (MFi) হিয়ারিং এইড প্রোগ্রাম রয়েছে। ব্লুটুথের মাধ্যমে আইফোনের সঙ্গে যুক্ত করা যায় এমন হিয়ারিং এইডের মাধ্যমে উপরের বেশিরভাগ ফিচার অ্যাক্সেস করতে পারবেন ইউজার। এক্ষেত্রে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি এ যেতে হবে। তারপর শ্রবণ ডিভাইস বাছতে হবে। ব্যস। কাজ শুরু করবে হিয়ারিং এইড।

  • 0808

    রিয়েল টাইম টেক্সট: রিয়েল টাইম টেক্সট ফিচার সব দেশে চালু নেই। তবে টেলিটাইপ রয়েছে। অ্যান্ড্রয়েডে ফোন অ্যাপ খুলে উপরের ডানদিকে মেনুর জন্য তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। এবার সেটিংস > অ্যাক্সেসিবিলিটি গেলেই চালু হয়ে যাবে RTT বা TTY।

People are also reading