হোম পিছনে ফিরে যান

কীটনাশক পান করে বোনের মৃত্যু, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

desh.tv 4 দিন আগে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে জমিতে দেওয়া কীটনাশক পান করে মীম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর আলিফ (৭) নামে অপর এক শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (৩ জুলাই) বিকেলে সোনাইকুন্ডি গ্রামের শুভ আলীর দুই শিশু খেলার ছলে ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। আর আলিফকে হাসপাতালে ভর্তি করা হয়। মীম ও আলিফ সম্পর্কে ভাই-বোন।

শিশুদের মা নাহিদা খাতুন জানান, মীম ও আলিফ বাড়িতেই খেলছিল। কিছু সময় পর বিষের গন্ধ পাই। ছুটে গিয়ে দেখি মীমের মুখ দিয়ে বিষের গন্ধ ছড়িয়ে পড়ছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষ পানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘরে রাখা বিষ পানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কে

People are also reading