সাড়ে ৫ মাস পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আমদানি কারক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি।
সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত সরকার ৪০ শতাংশ শুল্কে গত ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ৪০ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে বাংলা দেশের মানুষ লোকসানে পড়বে এমনটাই মন্তব্য ওই আমদানিকারক প্রতিষ্ঠানের।