হোম পিছনে ফিরে যান

ঈদের ৩ সপ্তাহ পর প্রেক্ষাগৃহে নতুন ২ সিনেমা

rtvonline.com 2024/5/17
Bengal

গেল ঈদুল ফিতরে মুক্তির মিছিলে ছিল ১৬/১৭টি সিনেমা। সেখান থেকে মুক্তি পায় ১১টি। এরপর কেটে গেছে তিন সপ্তাহ। তবুও এর মধ্যে মুক্তি পায়নি নতুন কোনো দেশি সিনেমা। অবশেষে সেই অবস্থায় পরিবর্তন আসছে।

ঈদের চতুর্থ সপ্তাহে শুক্রবার (৩ মে) মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তির কথা ছিল। তবে হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। পরবর্তীতে ঈদে মুক্তির তালিকায় নাম উঠলেও তা আবার পিছিয়ে যায়। যা শুক্রবার (৩ মে) থেকে রাজধানী ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো সিনেমা হলে দেখা যাবে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এর বাইরে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

অপরদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সড়ে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা। যা শুক্রবার (৩ মে) থেকে দেশের ৪০টির মতো সিনেমা হলে দেখা যাবে। একইসাথে দেখা যাবে রাজধানীর প্রায় সব কটি সিনেপ্লেক্সেও।

‘ডেডবডি’ সিনেমায় রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। এছাড়া আরও রয়েছেন শ্যামল মাওলা। এছাড়া বিভিন্ন চরিত্রে রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ অভিনয় করেছেন।

People are also reading