হোম পিছনে ফিরে যান

জাহাঙ্গীরবিহীন কমিটির কাছ থেকে ‘ভালো কিছু আশা’ করছে না আ.লীগের একাংশ

prothomalo.com 3 দিন আগে

দীর্ঘ ১৯ মাস ১৪ দিন পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম না থাকায় মহানগর আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কমিটি গঠনে পক্ষপাতা করা হয়েছে।

এদিকে পদ-পদবি পাওয়া নেতা ও তাঁদের কর্মী–সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও সময়োপযোগী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ভবিষ্যতে মহানগর আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি সফল করতে পারবে।

নতুন এই কমিটিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খানকে সভাপতি ও আতা উল্ল্যাহ মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটির সহসভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সামসুন নাহার ভূঁইয়া, মতিউর রহমান, আবদুল হাদী, রেজাউল করিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ওসমান আলী, আসাদুর রহমান, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ, হেদায়েতুল ইসলাম ও মো. আবদুল আলীম মোল্লাকে।

জানতে চাইলে আবদুল হাদী বলেন, কমিটি যেটা হয়েছে, সেটি ভালো হলেও দূরদৃষ্টিসম্পন্ন হয়নি। আগে অনেককে নেতা বানানো হয়েছে, পরে তাঁরা দলের ক্ষতি করেছেন। ভবিষ্যতে দলের ক্ষতি করতে পারেন, এবারও তেমন লোকদের কমিটিতে রাখা হয়েছে। কমিটি সেই জগাখিচুড়ি হয়েছে। আওয়ামী লীগ গণসংগঠন, এখানে সব ধরনের লোকই থাকবে। সবাইকে নিয়েই চলতে হবে। তবে নেতৃত্বের বিচক্ষণতার ওপর নির্ভর করে দল সঠিক পথে যাবে কি না।

People are also reading