হোম পিছনে ফিরে যান

রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে মৃত্যু দুই স্কুল শিক্ষার্থীর

suprobhat.com 2024/10/5
বাঘাইছড়ির বন্যা। ছবি: সুপ্রভাত

ফজলে এলাহী, রাঙামাটি »

রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে বাঘাইছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাঘাইছড়ি গ্রামে কৃতিত্ব চাকমা (১৩) ও বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামনি চাকমা (১১) নামে দুই স্কুল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।

গত রবিবার (৩০) জুন হতে টানা ৩ দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয় বাঘাইছড়ির উপজেলার অনেকগুলো নীচু এলাকা। গত ২ জুলাই বিকাল ৫ ঘটিকায় বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকায় রাস্তার উপর সহপাঠীদের সাথে খেলতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে নিখোঁজ হয়ে যায় মিল্টন চাকমার সন্তান কৃতিত্ব চাকমা।  দুইদিন খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে, আজ বৃহস্পতিবার (৪জুলাই) ভোর সাড়ে ৫ টায় নিখোঁজ হওয়া স্থানেই ভেসে উঠে কৃতিত্ব চাকমার মরদেহ। পরে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এই বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা।

৩ জুলাই (বুধবার) বিকালে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে মহিমী কুমার ও জোৎস্না আলো চাকমার মেয়ে সুহামনি চাকমা বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকালে বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া বেশ কিছু সময় পর মৃত অবস্থায় ভেসে উঠে সুহামনি নামে স্কুল ছাত্রী সে বিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শেফালী চাকমা ।

এই দুই ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ।

পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীদের মারা যাওয়ার বিষয়ে শোক প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, হঠাৎ বন্যার কারনে বাবা মায়েরা ঘর গোছানোর কাজে নিজেদের ব্যস্ত রাখতে গিয়ে পরিবারের বাচ্চাদের খেয়াল রাখতে না পারার কারণেই হয়ত এমন ঘটনা ঘটছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার সময় শিশুদের ব্যাপারে সচেতন থাকার আহবান জানাচ্ছি।’

People are also reading