হোম পিছনে ফিরে যান

আওয়ামী লীগ নেতা বাবুল হত্যার প্রধান আসামি মেয়র আক্কাস গ্রেপ্তার

news24bd.tv 2024/10/5
আওয়ামী লীগ নেতা বাবুল হত্যার প্রধান আসামি মেয়র আক্কাস গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।  

অন্যরা হলেন- মজনু, আবদুর রহমান, টুটুল ও স্বপন।

শুক্রবার (৫ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরে তাদেরকে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২২ জুন পাল্টাপাল্টি সমাবেশে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল। ‌ ৪ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকার পর ২৬ জুন মারা যান তিনি।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সংঘর্ষের একপর্যায়ে মেয়র আক্কাসের অনুসারীরা এমপি শাহরিয়ার আলমের অনুসারীদের ধাওয়া দিয়ে উপজেলা চত্বরে ঢুকে পড়ে। এ সময় এমপির অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে উপজেলা পরিষদের পুরনো অডিটোরিয়ামের সামনে একা হয়ে পড়েন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।  

এদিন বেলা ১১টা ৪ মিনিটে এক ব্যক্তি প্রথমে বাবুলের মাথায় আঘাত করে। এতে তিনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই ৬-৭ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে বাবুলকে ফেলে রেখে তারা উপজেলা পরিষদের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যায়।  

এদিকে আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর জন্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে দোষারোপ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর থেকেই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয় রাজশাহীর রাজনীতি।

news24bd.tv/কেআই

People are also reading