হোম পিছনে ফিরে যান

মালিতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৪০

alokitobangladesh.com 4 দিন আগে
মালিতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৪০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র একদল সন্ত্রাসী। এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

সোমবার দেশটির ডিজিগুইবোম্বো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

তবে কারা এই হামলা চালিয়েছে মালির কর্মকর্তারা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। এমনকী কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে, সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। তিনি মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে সক্ষম হননি, তবে দুই স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

এক কর্মকর্তা বলেছেন, ‘এটি ছিল গণহত্যা, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল... হামলার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।’

এর আগে গত সোমবার মোপ্তি অঞ্চলের ডিজিগুইবোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মূলত মালির উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে এই এলাকাটিও রয়েছে যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।

People are also reading