হোম পিছনে ফিরে যান

ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!

banglatribune.com 2024/5/17
ছবির অন্যতম দুই চরিত্র
© 2024 Bangla Tribune Online Media

মাস দুয়েক আগে ছবিটি মুক্তি পেয়েছিল ভারতের প্রেক্ষাগৃহে। বক্স অফিসে আয় করেছে ২১ কোটি রুপির বেশি। যা ছবিটির নির্মাণ বাজেটের (৪ কোটি রুপি) পাঁচ গুণ। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসে যেন বাজিমাত করেছে এই ছবি। নেটফ্লিক্সের নন-ইংলিশ ছবির মধ্যে ট্রেন্ডিংয়ে অবস্থান করছে এটি। 

বলা হচ্ছে কিরণ রাও নির্মিত সিনেমা ‘লাপাতা লেডিস’র কথা। যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনা-প্রশংসার ঝড় বইছে। সাধারণ দর্শক থেকে শুরু করে সিনে সমালোচক, প্রায় সকলের কাছ থেকেই মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া। বাদ নেই তারকারাও। বলিউডের বেশ কয়েকজন তারকা ছবিটির প্রশংসা করেছেন। যেমনটা সচরাচর মেলে না। 

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘এই বিনোদন ও শিক্ষার জন্য ধন্যবাদ কিরণ রাও। দুর্দান্ত ছবিটির জন্য অভিনন্দন তোমাকে। আরও ছবি বানাও।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া ভাট লিখেছেন, ‘সিনেমা হলে কী দারুণ সময় কাটলো। ছবির লেডিস প্রতিভা রানতা, নিতাংশি গোয়েল, অভিনেতা স্পর্শ শ্রীবাস্তব এবং রবি কিষাণ আমার হৃদয় জিতে নিয়েছেন। কী অসাধারণ এক ছবি এবং অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফর্মেন্স। শুভেচ্ছা সবাইকে।’

‘লাপাতা লেডিস’র প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সানি দেওল। বলেছেন, ‘এরকম হৃদয়স্পর্শী ছবি বহু দিন দেখিনি। কিরণ রাও এবং পুরো টিমকে সাধুবাদ। এই অসাধারণ ছবিটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাই।’

অভিনেতা রাজকুমার রাও মুগ্ধতা প্রকাশ করেছেন এভাবে, ‘অপূর্ব ছবিটি বানানোর জন্য ধন্যবাদ কিরণ রাও। অনুরোধ করছি, আরও ছবি বানান। আপনারা (নির্মাতা-শিল্পীরা) সকলে অনবদ্য।’

এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এটা সত্যিকার আনন্দময় একটি ছবি। সবাই ছবিটি দেখুন। শিল্পী-কুশলী প্রত্যেককে স্যালুট।’

রবি কিষাণ, প্রতিভা রানতা, নিতাংশি গোয়েল ও স্পর্শ শ্রীবাস্তব
এছাড়া অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাও মুগ্ধতা প্রকাশ করেছেন ‘লাপাতা লেডিস’ নিয়ে। বলেছেন, ‘এই ছবিটির প্রেমে পড়ে গেছি আমি। আর এখন এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।’

গত ২৬ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’। প্ল্যাটফর্মটির তথ্য মতে, এরই মধ্যে ছবিটি দেখে ফেলেছে ২২ লাখের বেশি গ্রাহক।

উল্লেখ্য, বাঙালি চিত্রনাট্যকার ও নির্মাতা বিপ্লব গোস্বামীর গল্পে নির্মিত হয়েছে ‘লাপাতা লেডিস’। 

ভারতের গ্রামীণ প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে গল্পটি। যেখানে নিরেট ভালোবাসার সঙ্গে সমান্তরালে জায়গা করে নিয়েছে নারীর অধিকারের বিষয়টি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশি গোয়েল, প্রতিভা রানতা, ছায়া কদম, রবি কিষাণ প্রমুখ। 

সূত্র: ইন্ডিয়া টুডে

People are also reading