হোম পিছনে ফিরে যান

Rain Forecast | ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা-দক্ষিণ দিনাজপুরে, টানা ৫ দিন দুর্যোগের সম্ভাবনা

uttarbangasambad.com 3 দিন আগে
ছবি: সংগৃহীত

পতিরাম: লাগাতার বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। এরই মাঝে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী ৫ দিন মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানাল মাঝিয়ান কেন্দ্র।

মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে ন্যূনতম ১৫০ মিলিমিটার করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে উভয় জেলায় আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা থাকতে পারে দুটি জেলার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৪-৩৫ এবং সর্বনিম্ন ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিমুখর দিনগুলিতে গরমের পরিমাণ কিছুটা কমলেও টানা বৃষ্টিতে বানভাসী হতে পারে এই দুই জেলা, এমন আশঙ্কাই করছেন অনেকে। তবে ভারী বৃষ্টির ফলে নদীতে জল বাড়তে পারে। সুতরাং মাঝিয়ান আবহাওয়া দপ্তরের তরফে স্থানীয়দের একটু সতর্ক থাকতে বলা হয়েছে।

People are also reading