হোম পিছনে ফিরে যান

ইসরায়েলি হামলায় সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত

banglatribune.com 4 দিন আগে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) এই হামলা চালানো হয়। লেবাননের দুটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে নিহতের নিশ্চিত করেছে। সূত্রগুলো নিহত কমান্ডারকে প্রায় ৯ মাসের সংঘাতে সর্বোচ্চ পদধারী হিসেবে চিহ্নিত করেছে।

গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের ঘটনায় বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।

হিজবুল্লাহ প্রকাশিত এক বিবৃতিতে নিহত কমান্ডারকে মোহাম্মদ নাসের হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনও মন্তব্য পায়নি রয়টার্স।

লেবাননের গোয়েন্দা সূত্র দুটি জানিয়েছে, সম্মুখক্ষেত্রে হিজবুল্লাহর অভিযানের একটি অংশের দায়িত্বে ছিলেন নাসের।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়রের উপকণ্ঠে একটি বিমান হামলায় নাসের নিহত হয়েছেন বলে জানিয়েছে সূত্র। এক সূত্র বলেছে, অপর এক হিজবুল্লাহ যোদ্ধা ও এক বেসামরিক নিহত হয়েছেন।

সূত্রমতে, জুন মাসে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার তালেব আব্দাল্লাহর মতোই সমপদের ও গুরুত্বপূর্ণ ছিলেন নাসের। তালেব নিহতের পর ইসরায়েলকে লক্ষ্য করে চলমান সংঘাতের সবচেয়ে বড় ড্রোন ও রকেট হামলা চালায় গোষ্ঠীটি।

বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ নেবে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তারা সমঝোতায় সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, লেবাননে ইসরায়েলি হামলায় তিন শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও ৮৭ জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের ১৮ সেনা ও ১০ বেসামরিক নিহত হয়েছেন।

People are also reading