হোম পিছনে ফিরে যান

হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাস্তায় এলাকাবাসী

protidinersangbad.com 5 দিন আগে

মানিকগঞ্জ শহরের বেউথা কড়ইতলায় বুধবার দুপুরে প্রতিবাদ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও বেউথা এলাকাবাসী। ছবি: প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জে পূর্বে বিরোধের জেরে ঈদুল আযহার রাতে আইনজীবী মুরাদ হোসেন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর হামলায় জড়িতসহ মদদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে শহরের বেউথা কড়ইতলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও বেউথা এলাকাবাসী। এর আগে হামলাকারীদের শাস্তির দাবিতে বেউথা-খালপাড় সড়কে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে আব্দুস সোবহান মৃধার সভাপতিত্বে হামলায় আহত মুরাদ হোসেন ও তার মা মনোয়ারা বেগম, কামাল হোসেন, মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

ঈদের রাতে হামলার ঘটনায় ২০ জুন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন মুরাদ হোসেন। অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও বুধবার তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী মুরাদ হোসেন বলেন, ‘তুচ্ছঘটনাকে কেন্দ্র বাড়িতে ঢুকে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে হামলা চালিয়ে সন্ত্রাসীরা। এদের কারণে আজ আমরাসহ বেউথাবাসী আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দাবি, আমাদের মতো আর কারো পরিবারের উপর যাতে এধরনের ঘটনা না ঘটে।’

মামলার বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

হামলার ঘটনায় থানায় করা মামলার এজহারে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ঈদুল আহযার রাতে জেলার শহরের বেউথা এলাকার আইনজীবী মুরাদ হোসেনের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। শহরের পশ্চিম দাশড়া এলাকার হাসমত আলী, সুজন মিয়া, নান্টু মিয়া, আমজাদ হোসেন, আব্দুর রহমান, আশিকুর রহমান, আল আমিন হোসেন, রাকিব হোসেন সোহেল, সজিব মিয়া ও জিসান মিয়াসহ অজ্ঞাতনামা প্রায় ৫০ জন এতে অংশ নেয়।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী মুরাদ হোসেন, মা মনোয়ারা বেগম, স্ত্রী শাহিনুর আক্তার মিলি, শিশুপুত্র মুরছালিন, ভাতিজা মুছাব্বির রহমান ও আমানুর রহমানসহ ৮ জন আহত হন। এছাড়া হামলার সময় বাড়িতে প্রায় আড়াইল লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে এ ঘটনায় ২০ জুন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন মুরাদ হোসেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading