হোম পিছনে ফিরে যান

বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় ইসরায়েল

uttaranbarta.com 2024/10/6
বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় ইসরায়েল

উত্তরণবার্তা ডেস্ক  : গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পণবন্দী-যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয়, সেই বিষয়টি ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে।

হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেয়া হয়নি।

এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্ততাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল।

ইসরায়েলের দেয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে- যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে তারা অটল ছিল।

তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে। তারা এখন ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না- এমন একটি নিশ্চয়তা দাবি করছে। কেন এই ছাড় দিয়েছে হামাস?

হামাসের প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, তারা মধ্যস্ততাকারীদের কাছ থেকে ‘মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা’ পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। হামাসের ওই প্রতিনিধি বলেন, “আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই।” সূত্র: টাইমস অব ইসরায়েল
উত্তরণবার্তা/এআর

People are also reading