হোম পিছনে ফিরে যান

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

boishakhionline.com 2024/10/5

প্রকাশিত: ০১-০৭-২০২৪ ১৮:৩৫

আপডেট: ০১-০৭-২০২৪ ১৮:৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির ৩০তম সেনাপ্রধান হলেন তিনি। গত রবিবার (৩০শে জুন) সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে উপেন্দ্র ভারতের সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন।

সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে যুক্ত তিনি। একাধিক গুরুত্বপূর্ণ চীন সীমান্তসংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র। জম্মু ও কাশ্মীর এবং চীন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা রয়েছে তার। চীনের সঙ্গে সমঝোতা আলোচনার অন্যতম ব্যক্তি তিনি।

এ ছাড়া তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন। বর্তমানে সেনাপ্রধান হিসেবে তাকে নৌবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে। আগের সেনাপ্রধান মনোজ পাণ্ডের মেয়াদ ছিল ৩১শে মে পর্যন্ত। কিন্তু ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে এক মাস তার কাজের মেয়াদ বাড়িয়ে দিয়েছেল কেন্দ্রীয় সরকার।

People are also reading