হোম পিছনে ফিরে যান

সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে বৈঠক করবে তুরস্ক ও সিরিয়া

arthosuchak.com 2 দিন আগে

১২ বছরের বেশি সময় আগে তুরস্ক সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তাই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করার জন্য তুরস্ক এবং সিরিয়ার কর্মকর্তারা ইরাকের রাজধানী বাগদাদে বৈঠকে বসতে যাচ্ছেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার দৈনিক আল-ওয়াতান পত্রিকা এ খবর দিয়েছে।

আল-ওয়াতান পত্রিকাকে বলেছে, দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কর্মকর্তারা বাগদাদ বৈঠকে বসতে যাচ্ছেন। আলাপ আলোচনা মধ্য দিয়ে দু’দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হলে সম্পর্ক আবার চালু হবে।

বাগদাদে বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করার জন্য রাশিয়া ও ইরাকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তুরস্ক বলেছে, তারা সিরিয়ার কর্মকর্তাদের সাথে আলোচনা টেবিলে বসবেন তবে সেখানে কোনো তৃতীয় পক্ষ বা সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন না।

আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যে আলোচনা হতে যাচ্ছে তাকে ব্যাপকভাবে সমর্থন করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া রাশিয়া, চীন এবং ইরান এ পদক্ষেপকে বিশেষভাবে স্বাগত জানিয়েছে।

গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সাংবাদিকদের বলেছেন, প্রতিবেশী সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা না করার কোনো কারণ থাকতে পারে না। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা বা লক্ষ্য আঙ্কারার নেই। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

People are also reading