হোম পিছনে ফিরে যান

লাখাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

habiganj-samachar.com 2024/10/6
লাখাই প্রতিনিধি \

 লাখাই উপজেলার করাব ইউনিয়নের ১নং ওয়ার্ড করাব তার নিজ গ্রামবাসীর পক্ষ থেকে লাখাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মুশফিউল আলম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪ টা দিকে কুসুমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। করাব গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত চন্দ্র দেবের সভাপতিত্বে, তাজুল ইসলাম মেম্বরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত নব নির্বাচিত তিনবারের চেয়ারম্যান আলহাজ¦ এড. মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক মেম্বার মানিক চন্দ্র দেব, শিক্ষক আব্দুল আওয়াল,সুনীল দেব,মাষ্টার সাইফুর রহমান সোয়াই মিয়া,শিক্ষক আনুপ কুমান দেব,সাবেক মেম্বার সায়েদ মিয়া,সাংবাদিক রফিকুল ইসলাম,আজদু মিয়া, লাউছ মিয়া,বাগল মিয়া,সাবেক মেম্বার প্রিয়তোষ চন্দ্র দেব।
আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি মহরম আলী, সাবেক ব্যাংকার মহিউদ্দিন মলাই, মেম্বার জামালমিয়া, মেম্বার জাহির মিয়া, মাষ্টার সেলিম মিয়া, বদর উদ্দিন প্রমুখ। সংবর্ধিত অতিথি লাখাই উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ এডঃ মুশফিউল আলম আজাদ বলেন,।   বলেছেন, এবারের নির্বাচন ছিল আমার জন্য চ্যালেঞ্জের নির্বাচন। আপনারা দেখেছেন প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা আমাকে পরাজিত করার জন্য আমার  বিরোদ্ধে কি ভাবে বিভিন্ন কৌশল করে ষড়যন্ত্রের জাল পেতে ছিল। আপনারা সেই ষড়যন্ত্রের জালকে টুকরো টুকরো করে ফেলে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ বিজয় আমার একার নয়, এ বিজয় আমার করাব গ্রামবাসী সহ লাখাই উপজেলার আপাময় জনগনের বিজয়। আমি আপনাদের সন্তান। আজ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর যারা উপস্থিত হতে পারেন নাই। আপনারা একটি কথা মনে রাখবেন, আমি শুধু করাব গ্রামের সন্তান না। আমি লাখাই উপজেলার ৬৮টির গ্রামের সন্তান। আপনারা সবসময় আমার পাশে ছিলেন,ভবিষ্যতেও থাকবেন। আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। লাখাই উপজেলার মানুষের সুখে দঃুখে সেবক হয়ে পাশে থাকতে চাই। উল্লেখ্য, গত ২৯ মে অনুষ্ঠিত লাখাইয়ে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ৩য় বারে নির্বাচিত হয় উপজেলা চেয়ারম্যান  আলহাজ¦ এডঃ মুশফিউল আলম আজাদ।

People are also reading