হোম পিছনে ফিরে যান

এবার ইসলামী ব্যাংক ছাড়ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার

prothomalo.com 3 দিন আগে

এদিকে বাংলাদেশ ইসলামিক সেন্টার জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে। তবে ডিএসইর তথ্য বলছে, গতকালই ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ শেয়ারের হাতবদল হয়ে গেছে। অর্থাৎ আগে থেকেই বাংলাদেশ ইসলামিক সেন্টারের ধারণ করা ইসলামী ব্যাংকের এই শেয়ার বিক্রির প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছিল। গতকাল তা আনুষ্ঠানিকভাবে হাতবদল হয়েছে। ব্লক মার্কেটে শেয়ারের ক্রেতা-বিক্রেতা ও দাম আগে থেকেই নির্ধারণ করা থাকে। শুধু আনুষ্ঠানিক হাতবদলের কাজটি হয় সেখানে।

গত বছরের অক্টোবরে ইসলামী ব্যাংক বাংলাদেশের মালিকানা ও পরিচালনা থেকে সরে দাঁড়ায় সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যুক্ত ছিল আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা। আইডিবির পক্ষে সর্বশেষ ব্যাংকটিতে পরিচালক ছিলেন মোহাম্মদ আল-মিদানী। আইডিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ারও ছেড়ে দেয়।

People are also reading