হোম পিছনে ফিরে যান

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫ জন

voabangla.com 3 দিন আগে
ইউক্রেনের নিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনে উদ্ধারকারীরা কাজ করছেন; ২৯ জুন, ২০২৪।
ইউক্রেনের নিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনে উদ্ধারকারীরা কাজ করছেন; ২৯ জুন, ২০২৪।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। একথা জানিয়েছেন সেই অঞ্চলের গভর্নর। গেরোদিশ নামের গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক মিটার দূরে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থিত। সেখানকার একটি বাড়িতেই ড্রোনটি আঘাত হানে।

কুরস্কের গভর্নর আলেক্সেই স্মিরনভ এক টেলিগ্রাম পোস্টে ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হামলায় একটি 'কপ্টার' ধরণের ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি একটি ছোট ডিভাইস; যা গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করতে পারে। আর ওই ধরণের বিস্ফোরকই লক্ষ্যবস্তুর ওপর ফেলে দেয়া হয়।

গত ২০২২ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে, দুই পক্ষই ড্রোন ব্যবহার করছে। এগুলোর মধ্যে রয়েছে, বড় আকারের বিস্ফোরণ ঘটাতে পারে এমন ড্রোন, যেগুলো কয়েকশ’ মাইল দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম।

চলতি বছর রুশ ভূখণ্ডে হামলা জোরদার করেছে ইউক্রেন।রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি ও জ্বালানিকেন্দ্র হিসেবে পরিচিত, সীমান্তের নিকটবর্তী শহর আর গ্রাম লক্ষ্য করেই এই হামলা চালানো হচ্ছে।

গত মাসে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় ধরনের স্থল আক্রমণ শুরু করেন। পুতিনের ভাষায়; রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলকে ইউক্রেনীয় বাহিনীর গোলার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য একটি "বাফার জোন" তৈরি করাই ছিলো আক্রমণের উদ্দেশ্য।

People are also reading