হোম পিছনে ফিরে যান

প্রিপেইড গ্যাস বিল পরিশোধের সুবিধা দিতে চুক্তি সই

arthosuchak.com 2 দিন আগে

বিকাশের মাধ্যমে অনলাইন প্রিপেইড গ্যাস বিল সংগ্রহের সুবিধা প্রদান করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং বিকাশ লিমিটেড।

এই তিন পক্ষীয় চুক্তির অধীনে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর এবং এর আশেপাশের এলাকার জালালাবাদ গ্যাসের স্থানীয় প্রিপেইড গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

বিল সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংক সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। এই চুক্তিটি থেকে জালালাবাদ গ্যাসের প্রিপেইড গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন, কারণ তারা যে-কোনো স্থান থেকে, যে-কোনো সময় তাদের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের জন্য এটি একটি সহজ এবং ঝামেলাবিহীন মাধ্যম হবে, কারণ তাদের গ্যাস বিল পরিশোধের জন্য কোথাও যেতে হবে না।

এছাড়াও ব্যাংকের অনলাইন চ্যানেল যেমন আস্থা অ্যাপ, ইউসিপি, পেমেন্ট গেটওয়ে, এজেন্ট ব্যাংকিং, এমপ্লয়ি ব্যাংকিং এবং কর্পনেটের মাধ্যমে গ্রাহকদের জন্য ঝামেলাবিহীন গ্যাস বিল পরিশোধ সেবা প্রদানের জন্যও কাজ করছে ব্র্যাক ব্যাংক এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

গত মঙ্গলবার (২৫ জুন) সিলেটের একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, বিকাশেরএপক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার আলি আহমেদ এবং জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে কোম্পানি সেক্রেটারি (কারেন্ট চার্জ) জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ.কে.এম. তারেক; ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ইউনিট হেড, ডিপোজিট মোবিলাইজেশন, মাহাবুবুর রশিদ এবং রিজিওনাল হেড, সিলেট রেজাউর রহমান। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল, এস. এম. বেলাল আহমেদ; ডেপুটি জেনারেল ম্যানেজার, কমার্শিয়াল, আহমেদ রুবায়েত; রিজিওনাল ম্যানেজার, ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস, তানভীর খান মজলিশ। এছাড়াও জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, মো. আতিকুর রহমান; এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

People are also reading