হোম পিছনে ফিরে যান

তিন-চারদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে: নসরুল হামিদ

news24bd.tv 2024/10/6
তিন-চারদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে: নসরুল হামিদ

আগামী ১৫ দিনের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ তিন-চারদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীতে এক সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ২০২৭ সালের মধ্যে গ্যাসের সব সংকট কাটাতে চায় সরকার। এটা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

জানা গেছে, গত কয়েকদিন ধরে পিডিবি সরবরাহ করছে প্রায় ১৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

যেখানে বর্ষার কারণে বিদ্যুতের চাহিদা ১৭ হাজার থেকে নেমে এসেছে ১৫ হাজার মেগাওয়াটে। কিন্তু দেশেই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৬ হাজার ৩৬৪ মেগাওয়াট।

news24bd.tv/FA

People are also reading