হোম পিছনে ফিরে যান

সুনামগঞ্জে বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধানের দাবি

risingbd.com 3 দিন আগে
সুনামগঞ্জে বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধানের দাবি

ত্রাণ চাই না, বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধান চাই- এমন দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সেচ্ছাসেবী রক্তদান সংগঠন বিশ্বজন।

Google news

শুক্রবার (০৫ জুলাই) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিশ্বজন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে প্রতিবছর কয়েকদফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী সমাধান নেওয়া হয় না। সুরমাসহ সকল নদ-নদী খনন করলে নদীর গভীরতা বৃদ্ধি পাবে, পানি প্রবাহ স্বাভাবিক হবে। কিশোরগঞ্জের হাওরে নির্মিত ইঠনা-মিটামইন অলওয়েদার সড়কের প্রভাব নির্ণয়ে হাইড্রোলজিক্যাল স্টাডির দাবি জানান।

বন‌্যা মোক‌াবেলায় দ্রুত এসব বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের হু‌শিয়া‌রি দেন সংগঠনের নেতারা।

এ সময় বক্তব্য রাখেন- সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সাংবাদিক মাসুম হেলাল, সমাজসেবক বাবলু মিয়া, উপদেষ্টা কামরুজ্জামান কামরুল, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা, সদস্য বাকি বিল্লাহ আখঞ্জিসহ অনেকে।

People are also reading