হোম পিছনে ফিরে যান

মতিউর, দুই স্ত্রী ও সন্তানদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি

banglatribune.com 4 দিন আগে

এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার দুই স্ত্রী সন্তানদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জুলাই) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

দুদক সচিব বলেন, এনবিআর সদস্য ড. মো. মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধানকারী টিম গঠন করে দুদক। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে দুদক অনেক তথ্য পেয়েছে।

এ কারণে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্নব ও ফারজানা রহমান ইপ্সিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিউলীর নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ বিধি ১৭(১) মোতাবেক সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে।

People are also reading