হোম পিছনে ফিরে যান

এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫৯, অনুপস্থিত ১৬ হাজার

dainikshiksha.com 2024/10/6
শিক্ষক নিয়োগ গতিশীল করতে এনটিআরসিএকে নির্দেশ - dainik shiksha

এইচএসসি ও সমমানের তৃতীয় দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এ দিন অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ২৭০ জন শিক্ষার্থী। আর নকল করার দায়ে ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ১১ জুলাই শুরু হবে।

সাধারণ আটটি বোর্ডে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৯ হাজার ২২৬ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪৫৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিলো ১ দশমিক ২৪ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ১৩৩ জন। অনুপস্থিত ছিলেন তিন হাজার ৩৩০ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪ দশমিক ২৪ শতাংশ। কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ তিন হাজার ১৬৫ জন। অনুপস্থিত ছিলেন ৪৮১ জন। অনুপস্থিতির হার ছিলো ২ দশমিক ০৯ শতাংশ। বহিষ্কার হয়েছে ১৬ জন।

People are also reading