হোম পিছনে ফিরে যান

Gold Price Today: মাথায় হাত মধ্যবিত্তের! আরও বেড়ে গেল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের দাম

news18.com 2024/11/1

Gold Price Today: আজ শনিবার ১১ মে, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

News18 Bengali

01 08

অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে শুক্রবার অনেকেই সোনা কিনেছেন ৷ এই দিন সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই ৷ প্রচুর মানুষ অল্প হলেও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনে থাকেন ৷ হলুদ ধাতুর দাম আকাশছোঁয়া হলেও সোনার দোকানগুলিতে ছিল উপচে পড়া ভিড় ?

News18 Bengali

02 08

সোনার দামে ওঠানামা লেগেই থাকে ৷ তবে সম্প্রতি অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম যার জেরে সোনার গয়না কেনা এখন প্রায় নাগালের বাইরে ৷ অনেকই এখন গয়নাক বদলে সোনার কয়েন বা বিস্কুট বা গোল্ড বার কিনে থাকেন ৷ কারণ বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ।

News18 Bengali

03 08

যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।

News18 Bengali

04 08

আজ শনিবার ১১ মে, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

News18 Bengali

05 08

দেখা যাচ্ছে যে এদিন সোনার দাম সামান্য হলেও বেড়েছে ৷ বেড়েছে রুপোর দামও ৷

News18 Bengali

06 08

রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শুক্রবার ১০ মে , ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৭৭০০ টাকা ৷ আজ, শনিবার ১১ মে, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম বেড়ে ৮৭৮০০ টাকা হয়েছে ৷

News18 Bengali

07 08

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শুক্রবার ১০ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৭৫৫০ টাকা ছিল ৷ আজ শনিবার ১১ মে সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৬৭৫৬০ টাকা ৷

News18 Bengali

08 08

২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শুক্রবার ১০ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৩৬৯০ টাকা ছিল ৷ আজ শনিবার ১১ মে সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৭৩৭০০ টাকা ৷

  • First Published : May 11, 2024, 8:25 am IST
  • 0108

    অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে শুক্রবার অনেকেই সোনা কিনেছেন ৷ এই দিন সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই ৷ প্রচুর মানুষ অল্প হলেও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনে থাকেন ৷ হলুদ ধাতুর দাম আকাশছোঁয়া হলেও সোনার দোকানগুলিতে ছিল উপচে পড়া ভিড় ?

  • 0208

    সোনার দামে ওঠানামা লেগেই থাকে ৷ তবে সম্প্রতি অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম যার জেরে সোনার গয়না কেনা এখন প্রায় নাগালের বাইরে ৷ অনেকই এখন গয়নাক বদলে সোনার কয়েন বা বিস্কুট বা গোল্ড বার কিনে থাকেন ৷ কারণ বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ।

  • 0308

    যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।

  • 0408

    আজ শনিবার ১১ মে, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

  • 0508

    দেখা যাচ্ছে যে এদিন সোনার দাম সামান্য হলেও বেড়েছে ৷ বেড়েছে রুপোর দামও ৷

  • 0608

    রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শুক্রবার ১০ মে , ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৭৭০০ টাকা ৷ আজ, শনিবার ১১ মে, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম বেড়ে ৮৭৮০০ টাকা হয়েছে ৷

  • 0708

    ২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শুক্রবার ১০ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৭৫৫০ টাকা ছিল ৷ আজ শনিবার ১১ মে সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৬৭৫৬০ টাকা ৷

  • 0808

    ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শুক্রবার ১০ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৩৬৯০ টাকা ছিল ৷ আজ শনিবার ১১ মে সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৭৩৭০০ টাকা ৷