হোম পিছনে ফিরে যান

টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন শাহীন

jaijaidinbd.com 2024/5/21
শাহীন আহমেদ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ বেসরকারিভাবে চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার(৮মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। বুধবার (৮মে) রাত সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বর্তমান চেয়ারম্যান দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ আনারস প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে ৬০ হাজার ২৯৩ ভোট পেয়েছেন।

অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। এতে শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে (মাইক প্রতীক) ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। এতে ঢাকা জেলা আওয়ামী যুবমহিলালীগের আহ্বায়ক আসমা আক্তার কলস প্রতীকের প্রার্থী ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট বেসরকারিভাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেতা সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট। জানা গেছে, মোট ভোটার সংখ্যা ছয় লাখ ১১ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৭ হাজার ৩৬৪ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৩৯ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৩৬২ জন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন। উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা আক্তারকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যাযাদি/ এস

People are also reading