হোম পিছনে ফিরে যান

নাচোলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

jaijaidinbd.com 3 দিন আগে
ছবি-যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় খরিপ মৌসুমে আমন ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ এবং ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা পরিষদ চত্বরে ধান বীজ ও সার বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী বক্তব্য দেন, স্থানীয় সাংসদ মু.জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালুখাঁন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ্ আকরাম।

উপকারভোগী কৃষকরা বলেন, বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছিল। এখন সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমন ধানের আবাদও ভালো হবে।

কৃষি অফিসার বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১,৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০কেজি করে সার (১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার) বিতরণের উদ্বোধন করা হয়েছে।

যাযাদি/ এম

People are also reading