হোম পিছনে ফিরে যান

চুনারুঘাটে আব্দুল মালেক জাপানীর সংবাদ সম্মেলন

habiganj-samachar.com 2024/10/6
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে ও তাঁর নিরাপত্তা জোরদারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত ৯ টায় শ্রীকুটা বাজারে অনোদা ইনকর্পোরেশনের (৩য় পৃষ্ঠায়)পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক এম আব্দুল মালেক জাপানীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এম আব্দুল মালেক জাপানী লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৭ জুন এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর মোবাইল ফোনের মাধ্যমে হত্যার পরিকল্পনার বিষয়ে জানানো হয়। এরই প্রেক্ষিতে ২৯ জুন শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হত্যার হুমকি দাতার পরিচয় ও তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যে কারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জীবনের নিরাপত্তার চাই’। তিনি বলেন, ‘এমপি সুমন এমন একজন জনপ্রিয় ব্যক্তি, আমরা তাকে হারালে আর কখনো ফিরে পাবো না। ব্যরিস্টার সুমন এমপি হওয়ার পূর্ব থেকেই এলাকার সাধারণ, শ্রমিক, মজুর, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ব্যরিস্টার সুমন কাজ করছেন। তিনি ১ লক্ষ ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত চুনারুঘাট-মাধবপুরে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুন’। ‘ব্যারিস্টার সুমনের পরিবারের প্রতিটা সদস্য শিক্ষিত এবং দেশে বিদেশে প্রতিষ্ঠিত। তিনি জীবনের ভোগ বিলাসিতা পিছনে ফেলে পরিবারকে দূরে রেখে নিজেকে মানব সেবায় বিলিয়ে রেখেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করেন।
ব্যারিস্টার সুমন শুধু এমপি নন, তিনি অত্র অঞ্চলে কিশোর থেকে সকল বয়সের মানুষের ভালবাসার মানুষ। আমাদের সকলের আবেগের নাম ব্যারিস্টার সুমন’। এ সময় তিনি ব্যারিস্টার সুমনকে হত্যার সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার ও তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সভাপতি ও চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুর রহমান সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান সোহাগ, আক্তার সাজু, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর ম্যানেজার ও পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, জিয়াউল বারী বাবুল, ইউপি মেম্বার ইমান আলী ও মোঃ জালাল মিয়া প্রমূখ।

 
People are also reading