হোম পিছনে ফিরে যান

ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে মামলা

gramerkagoj.com 2024/9/29

প্রকাশ : সোমবার, ২৪ জুন , ২০২৪, ০৯:৪৯:০০ পিএম

যশোর সদর উপজেলার পদ্মবিলায় রবিউল আলম (৬৪) নামে একজন ব্যবসায়ীকে মারপিট করে কোরবানির পশু কেনার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার ১২ দিন পর কোতোয়ালি থানায় তিন ভাইকে আসামি করে মামলা করেছেন রবিউল নিজে।
আসামিরা হলেন পদ্মবিলা গ্রামের জাহিদ হোসেন, রফিকুল ইসলাম এবং তৌফিকুল ইসলাম।
এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বসবাস করেন। পদ্মবিলা এলাকায় তার একটি মাছের ভেড়ি আছে। গত ১২ জুন ভোরে তিনি ওই ভেড়ি দেখাশুনা করতে গিয়েছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে পদ্মবিলা রাস্তার কাছে পৌঁছানো মাত্র আসামিরা তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করেন। এরপর গাড়ি থেকে নামিয়ে গাছ কাটার অভিযোগে হুমকি ও অকথ্য ভাষায় গালি দিতে থাকেন। তিনি গালি দিতে নিষেধ করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে তার কাছে থাকা কুরবানির পশু কেনার জন্য থাকা এক লাখ ২৫ হাজার টাকা কেড়ে নেন।
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যান। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ গত রোববার তা মামলা হিসাবে রেকর্ড করে।

People are also reading